জনসমাগম ঠেকাতে রাজশাহীতে কঠোর সেনাবাহিনী
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজশাহীতে কঠোর হয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ততম এলাকা সাহেববাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় টহল দেন সেনাবাহিনীর সদস্যরা।
সকালে সাহেববাজার এলাকায় দেখা গেছে, যারা মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছেন তাদের খালি চোখে এক মিনিট সূর্যের দিকে তাকিয়ে শাস্তি দেয়া হচ্ছে। দুইজন মোটরসাইকেলে থাকলে, একত্রে ঘোরাঘুরি করলে এবং কারণ ছাড়াই বাড়ির থেকে বের হয়ে রাস্তায় ঘোরাঘুরি করলে শাস্তি প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসক হামিদুল হক বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ঠেকাতে আমাদের আরও কিছুদিন খুব সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করাটাই আমাদের এখন বড় কাজ। রাজশাহীতে সেনা সদস্যদের সহযোগিতায় বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিজ নিজ দায়িত্ব পালন করছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও মাঠে রয়েছে।
রাজশাহী বার্তা/admin