চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সময়: 8:38 pm - April 8, 2020 | | পঠিত হয়েছে: 196 বার

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলার শিল্পীদের মাঝে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এসব খাদ্য সামগ্রী তুলে দেন জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এনডিসি রবিন মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক কমিটির নির্বাহী সদস্য গোলাম ফারুক মিথুন, শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সাংস্কৃতিক কর্মী গৌরি চন্দ সিতুসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার অস্বচ্ছল শিল্পীদের মাঝে ত্রাণ সহায়তা কর্মসূচির আওতায় এসব ত্রাণ বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহায়তায় জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে প্রতিজন শিল্পীকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিঁয়াজ, ১টি করে সাবান দেয়া হয়।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ১০০ জন শিল্পীকে এই সহায়তা দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলার ৬৭ জন এবং বাকিরা বিভিন্ন উপজেলার। এসময় সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থেকে সরকারী সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর