স্বাস্থ্য বিধি না মেনে তানোরের হাটে হাজারও মানুষ

সময়: 3:08 pm - April 10, 2020 | | পঠিত হয়েছে: 192 বার

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অতি জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। জনসমাগম এড়াতে নিয়ন্ত্রণ করা হয়েছে মসজিদে নামায আদায়। এর মধ্যেও থেমে নেয় জনসমাগম।

দেশে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্য রাজশাহী জেলার কোথাও পাওয়া যায়নি করোনা আক্রান্ত রোগীর কোন তথ্য। রাজশাহী জেলাকে করোনা সংক্রমন রোধে জনগনকে বাড়ীতে অবস্থান করতে ইতিমধ্যেই জেলার সব হাট-বাজার লকডাউন করা হয়েছে। এরই মধ্যে রাজশাহীর তানোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক দুরত্ব ভাঙে চলে কালীগঞ্জ হাট। এতে মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে উপজেলার লোকজন।

স্থানীয়রা জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা জারি, জনসচেতনতা, জরিমানা করার পরও লোকজন সচেতন হচ্ছেন না। উপজেলার কালীগঞ্জ সাপ্তাহিক হাট বসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার। তবে হাটে কেনাকাটা সারাদিন চলে। সেই ধারাবাহিকতায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাট বসানো হলেও এবার ভোররাত থেকে শুরু হয় কেনাকাটা। অল্প সময়ে হাটে কেনাকাটায় উপচে পড়া ভীড় ছিল।

ব্যবসায়ীরা হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটায় ব্যস্ত মানুষ। দেখে যে কেউ ভাবতে পারে, এখানে করোনাভাইরাসের কোনো বালাই নেই। ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় ছিল না কারোই। অনেকের মুখে ছিল না মাস্ক। গোটা বাজারে কোথাও নেই হাত ধোয়ার ব্যবস্থা। এ কারণে আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা।

হাট করতে আসা সাইফুল ইসলাম বলেন, হাট না করলে পরিবার নিয়ে খাব কি? আমাদের নিম্ন আয়ের মানুষেরতো আর এক মাসের বাজার করার টাকা নাই। ঝাকা ডালি বিক্রি করতে আসা মাইনুল নামে এক ব্যবসায়ী বলেন, হাটে আসা ও লোক সমাগমে যাওয়া নিষেধ জানি। কিন্তু কি করবো। টাকার প্রয়োজন, হাটে এসেছি। তাই শত বিপদের মাঝেও হাটে আসতে হয়েছে।

এ দিকে গত মঙ্গলবার সাপ্তাহিক হাট বসানো হলে উপজেলা প্রশাসন সকাল ১০ টায় হাট শেষের সময়ে থানা পুলিশ এসে হাটটি জনশূন্য করে দেয়। কিন্তু ১০ এপ্রিল শুক্রবার হাজার হাজার মানুষ গাদাগাদি করে হাট এসে বাজার করলেও স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের কাউকে সকাল ৯টা পর্যন্ত দেখা মেলেনি।

তবে সকাল ৯ টার পর খবর পেয়ে সেনাবাহিনীর ওয়ারেন্ট মাইনুর ইসলামের নেতৃত্বে সেনা সদস্যরা কালীগঞ্জ হাটে গিয়ে সামাজিক দুরত্ব বজায় করতে জনসমারোধে হাটটি ভেঙ্গে দিয়ে সবাইকে বাড়ী ফিরে যেতে অনুরোধ জানায় এবং হাট ফাঁকা করে দেয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর