যেসব কারণে নারীর যৌন উত্তেজনা কিংবা আগ্রহ কমে যায়

সময়: 4:15 pm - April 10, 2020 | | পঠিত হয়েছে: 214 বার

যৌন সংক্রান্ত নানা সমস্যার মধ্যে যৌ’ন শীতলতা সমস্যা একটি মারাত্নক সমস্যা। যৌ’ন শীতলতার ফলে নারীর যৌ’ন আগ্রহ এবং উত্তেজনা কমে যায়। যদি এই সমস্যা ক্রনিক হয়ে যায় তবে নানাবিধ চিকিৎসার দ্বারাও একে ভলো করে তোলা সম্ভব হয় না।

সব নারীরই যে যৌ’ন শীতলতা সমস্যা দেখা দেয় তা নয়। এটি নিচু আর্থ সামাজিক অবস্থা থেকে শুরু করে উচ্চ আর্থ-সামাজিক পরিবেশের যে কোনো নারীর যে কোনো বয়সে হতে পারে। তবে সাধারণত যৌ’ন শীতলতায় আক্রান্ত হবার উপযুক্ত সময় হলো মধ্য বয়স। বলা যায় নারীর যৌ’ন জীবনের অন্যতম প্রধান যৌ’ন সমস্যা হলো যৌ’ন শীতলতা বা নারীর ফ্রিজিডিটি সমস্যা।

একজন নারী বহু কারণে যৌ’ন শীতল হয়ে পড়তে পারে। যৌ’ন শীতল হওয়া অর্থ নারীর কাছে যৌ’নতার বিষয়টি কোনো আগ্রহের সৃষ্টি করে না এবং এর জন্য নারী এই বিষয়ে বিরক্তিবোধ করতে পারে। অন্যান্য সমস্যার মতো যৌ’ন শীতলতা সমস্যার জন্যে ও বিভিন্ন প্রকার মানসিক এবং শারীরিক কারণ দায়ী থাকে।

অনেক নারীই তাদের প্রথম মাসিক চক্রের সময় থেকেই যৌ’নতার ব্যাপারে ভীত হয়ে পড়ে। এটি পর্যায়ক্রমে নারীকে যৌ’ন শীতল করে তুলতে থাকে। আবার পুরুষ ভীতিও অনেক নারীর যৌ’ন শীতলতার জন্য দায়ী। এছাড়াও যৌ’নতার ব্যাপারে নারীকে সবচেয়ে বিমুখ করে তোলে অল্প বয়সে শেখা ধর্মীয় কুসংস্কার এবং সামাজিকতার চাপ।

তবে যৌ’ন শীতলতার জন্য সবচেয়ে বেশি যে মনোদৈহিক কারণটি দায়ী তা হলো ভয়। যৌ’নতার ব্যাপারে অজানা ভয় অনেক নারীকে যৌ’ন বিমুখ করে তোলে। শারীরিক নানা কারণে যৌ’ন শীতল সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষাদ। কোনো নারী যদি বিষাদগ্রস্ত হয়ে পড়ে তবে তার যৌ’ন আগ্রহ কমে যায়।

এছাড়া মানসিক চাপ, এড্রেনাল সমস্যা থাইরয়েড ডিসফাংশন এবং হরমোনজনিত কারণে অনেক সময় নারী যৌ’নতার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। যোনির শুষ্কতা ,অনাকাঙ্খিত গর্ভাবস্থার চিন্তা এবং জন্মনিয়ন্ত্রণের কথা চিন্তা করেও অনেক নারী যৌ’ন শীতল হয়ে পড়েন। আবার কোনো দম্পতির মধ্যকার মানসিক এবং শারীরিক সম্পর্ক যদি অপর্যাপ্ত হয়, তবে নারীর যৌ’ন শীতলতা সমস্যা দেখা দিতে পারে।

নারীর সাথে পুরুষের সম্পর্কের উপর ও যৌ’ন শীতলতার ব্যাপারটি নির্ভর করে। এতে করেও নানা প্রকার যৌ’ন সমস্যা হতে পারে। কোনো কোনো নারী এতে করে যৌ’ন উত্তেজিত হতে পারে না। ক্রমাগত এই অবস্থা চলতে তাকলে নারী এক সময় যৌ’নতার বিষয়ে একেবারে উদাসীন হয়ে পড়ে। কাজেই এটিও বিবেচনা করা উচিত যে নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক কতোটা গভীর।

কোনো দম্পতির ভেতর এরকম সমস্যা চলতে থাকলে উভয়ের মধ্যে এই বিষয়ে আলোচনা করে নেয়া উচিত। এতে করে আশা করা যায়, সমস্যা অনেক খানি কমে আসবে। পরবর্তীতে যৌ’ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া একান্ত প্রয়োজনীয়। নারী, পুরুষের যৌ’ন শীতলতা শিক্ষা অনেক ক্ষেত্রে তাদের যৌ’নতাকে ক্ষতিগ্রস্ত করে।

অনেক নারী পুরুষ যৌ’নতার বিষয়ে নানা কুসংস্কার মনে পোষণ করে। এতে করেও যৌ’নতা সংক্রান্ত সমস্যা দেখা দিয়ে থাকে। যৌ’নতা বিয়ষক নানা মিথ্যা ধারণা নারী এবং পুরুষের যৌ’নতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কাজেই এ ব্যাপারে নারী পুরুষ উভয়কেই মনোযোগী হতে হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর