আপনি প্রথমবার সেক্সের আগে জেনে নিন ভালো ৫টি লক্ষণ

সময়: 4:47 pm - April 10, 2020 | | পঠিত হয়েছে: 187 বার

প্রথম দেখার মতোই প্রথম অন্তরঙ্গ মুহূর্তের অভিজ্ঞতাও রোমহর্ষক। প্রথমবার ডেটিংয়ে যাওয়ার আগে যেমন সার্বিক প্রস্তুতি নিতে হয়, তেমনই প্রথম অন্তরঙ্গ মুহূর্তের আগেও নিজেকে তৈরি করতে হয়। ডি-ডে বলে কথা! প্রথম অন্তরঙ্গ মুহূর্তের আগে কীভাবে নিজেকে প্রস্তুত করবেন, পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেখে নিন তার সংকলন।

১. পজিশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুন : সমীক্ষায় দেখা গিয়েছে, আমাদের দেশে অধিকাংশ যুগলই মিশনারি পজিশনে মিলন করে। অর্থাৎ নারী চিৎ হয়ে পা ফাঁক করে শুয়ে থাকে আর পুরুষ তার উপর শুয়ে মিলিত হয়। এর বাইরেও অজস্র পজিশন আছে। ইন্টারনেটে সেসব পজিশন দেখে শিখে নিন।

২. প্রোটেকশন তৈরি রাখুন : ঝোঁকের বশে প্রোটেকশন না নিয়েই যারা মিলন করে, তাদের ক্ষেত্রে অবাঞ্ছিত গর্ভধারণের আশঙ্কা থাকে এবং সেটা হয়ও। প্রথম মিলনের পরই বাচ্চা এসে যাওয়াটা মোটেই কাঙ্ক্ষিত নয়, বিশেষত অবিবাহিত যুগলদের ক্ষেত্রে। তাই বিছানায় যাওয়ার আগে প্রোটেকশন তৈরি রাখতে হবে।

৩. লুব্রিক্যান্ট রাখা ভালো : প্রথমবার মিলনের সময় অনেক মেয়েরই যো’নিপথ ঠিকঠাক পিচ্ছিল হয় না। এর কারণ, টেনশনের চোটে যো’নি পিচ্ছিল হওয়া বন্ধ হয়ে যায়। ফলে, মিলনের সময় খুব ব্যথা লাগে। এমন পরিস্থিতি এড়াতে লুব্রিক্যান্ট ব্যবহার করা যায়। ওষুধের দোকান ছাড়াও অনলাইনে তা কিনতে পাওয়া যায়। মিলনের সময় যদি মনে হয়, যো’নিপথ খসখসে হয়ে রয়েছে, তা হলে প্রয়োজন মতো লুব্রিক্যান্ট লাগিয়ে নিলেই মুশকিল আসান হবে।

৪. পারস্পরিক পছন্দকে সম্মান করুন : প্রথমবার মিলনের সময় পারস্পরিক পছন্দকে সম্মান জানানো জরুরি। নইলে চিরকালের মতো ভুল বোঝাবুঝি হতে পারে। তা থেকে সম্পর্ক ভেঙে যাওয়াটাও বিচিত্র নয়। ধরা যাক, মিলনের সময় আপনি প্রেমিকার স্তনে, গালে খুব জোরে কামড়ে দিচ্ছেন। তাতে আপনার প্রেমিকা খুব ব্যথা পাচ্ছে এবং ব্যাপারটা পছন্দ করছে না। তখন আপনার উচিত সেটা না করা। মাসিকের সময় যদি আপনার প্রেমিকা মিলিত হতে না চায়, তা হলে বাধ্য করা উচিত নয়। কারণ, মাসিকের সময় মিলিত হলে সংক্রমণের ভয় থাকে। আবার কোনও পুরুষ যদি তার সঙ্গিনীকে ওরাল করে দিতে না চায়, তা হলে সেক্ষেত্রেও মেয়েটির উচিত জোরাজুরি করা থেকে বিরত থাকা।

৫. মানসিক প্রস্তুতি নিন : প্রথম অন্তরঙ্গ মুহূর্তের আগে মানসিক প্রস্তুতি নিতে হবে। অনেক তরুণ-তরুণী আছে, যারা মানসিক প্রস্তুতি না নিয়ে ঝোঁকের বশে হঠাৎ করে মিলন করে ফেলে। তার পর অপরাধভোগে ভুগতে থাকে। এমনটা যেন না হয়। কারণ, প্রথম অন্তরঙ্গ মুহূর্তের সঙ্গে যে অতুলনীয় ভালো লাগা জড়িয়ে থাকে, তা উপভোগ করতে গেলে আগাম মানসিক প্রস্তুতি দরকার বৈকি!

 

 

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর