যে ৫টি যৌন মিলন পদ্ধতি আপনার বিপদজনক
বেশীরভাগ মানুষ জানেন না যে শারী’রিক মিলনের মাঝপথে অনেকের মৃত্যু হয়। এ সময়ে গুরুতর আহত হন অনেকেই। তবে এ ব্যাপারটা নিয়ে আলোচনা এবং সচেতনতা দুটোই কম। যৌ’ন মিলনের কারণে কারা আহত বা নিহত হয়েছেন, তার সঠিক পরিসংখ্যান কোনোভাবেই জানা যায় না। এ সময়ে হওয়া হার্ট অ্যাটাকের কারণে কত মৃত্যু হয়, সেটার ব্যাপারে সঠিক তথ্য নেই কোথাও।
মূলত বয়স্ক পুরুষেরা এইভাবে মৃত্যুবরণ করেন। তবে অন্তরঙ্গ মুহূর্তে কোন কাজটি আপনার জন্য বেশী ক্ষতিকর, সেটার একটা তালিকা দেখে নিতে পারেন। প্রথম কাজটি এই তালিকার সবচাইতে কম ক্ষতিকর, আর তালিকার শেষের কাজটি সবচাইতে বেশী ভয়াবহ-
১. মিশনারি পজিশন : ২৬ শতাংশ ক্ষেত্রে পেনা’ইল ফ্র্যাকচার এর জন্য মিশনারি পজিশনে যৌ’নকর্ম দায়ী। তারা ধারণা করেন, যখন যৌ’ন মিলনের ক্ষেত্রে পুরুষের প্রাধান্য থাকে, তখন সহজেই পুরু’ষাঙ্গ ক্ষতিগ্রস্ত হবার ঘটনা দেখা যায়।
২. ভাব্রেটর বা এজাতীয় কোন বস্তু ব্যবহার : সে’ক্সুয়াল মেডিসিন রিভিউজ জার্নালের একটি অ্যানালাইসিস থেকে জানা যায়, বিভিন্ন ধরণের যৌ’ন খেলনা থেকে হওয়া ক্ষতির চিকিৎসা আলাদা আলাদা। এতে কোন একটি নির্দিষ্ট পদ্ধতি বলে দেওয়া যায় না। ধরে নেওয়া যায় যে যৌ’ন খেলনার ব্যবহার মুখমোহনের চাইতে ক্ষতিকর।
৩. কাউগার্ল : কাউগার্ল এমন একটি পজিশন যেখানে নারী ও পুরুষ উভয়ের আহত হবার সম্ভাবনা থাকে। তবে পুরুষের আহত হবার ঝুঁকি এক্ষেত্রে বেশী। কারণ পুরু’ষাঙ্গ খুব সহজেই ফ্র্যাকচার হতে পারে এবং পুরুষরা এ ব্যাপারটাকে আমলেই নেন না। এমনকি অনেকে সমস্যাটি নিয়ে লজ্জায় থাকেন, ডাক্তারের কাছে আসতে চান না। পেনা’ইল ফ্র্যাকচার বলা হয় এ ধরণের ইনজুরিকে।
৪. হ’স্তমৈথুন : খুব জোর দিয়ে কাজটি করতে গেলে আপনি আহত হতে পারেন। কোনো এক অদ্ভুত কারণে প্রাচ্যের দেশগুলোতে এমনভাবে আহত হবার ব্যাপারটা বেহি দেখা যায়। অনেকেই ভাবেন যে পুরু’ষাঙ্গের ভেতরে হাড় বা অন্তত তরুণাস্থি আছে এবং তা সহজে ক্ষতিগ্রস্ত হবে না। এমনকি আমরা যেভাবে আঙ্গুল ফুটাই সেই কাজটি তারা পুরু’ষাঙ্গে করতে চান! এভাবেই শিক্ষার অভাবে আহত হন অনেকে।
৫. মুখমোহন : মুখমোহনের কারণে আহত হওয়ার ব্যাপারে অল্প কিছু গবেষণা পাওয়া যায়। তবে এক্ষেত্রে সবচাইতে বেশী আহত হবার সম্ভাবনা হলো- ‘অটোফেলাশিও” বা কোনো সঙ্গী ছাড়া নিজেই কাজটি করতে গেলে। এক্ষেত্রে মেরুদন্ডে ভয়াবহ ক্ষতি হবার সম্ভাবনা থাকে।
রাজশাহী বার্তা/admin