সিরাজগঞ্জের তাড়াশে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুটি
সিরাজগঞ্জের তাড়াশে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের সাইট খালের ওপর নির্মিত সেতুটির এক পাশে সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহার করা যাচ্ছেনা। ২০১৭-১৮ অর্থ বছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩২ লাখ টাকা বরাদ্দে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর বি-পাচান গ্রামের সুমন নামের এক ব্যক্তি তার জমিতে পুকুর খননের সময় নিজ উদ্যোগে ওই সেতুটির এক পাশে মাটি ফেলে সংযোগ সড়ক নির্মাণ করে দেন। তবে ফাঁকা থেকে যায় অন্য পাশে। সরেজমিনে দেখা গেছে, অব্যবহৃত সেতুটির ওপরে লোকজন গরুর গোবর শুকানোর কাজ করছেন।
স্থানীয়রা জানান, সেতুটির পশ্চিমে বিস্তীর্ণ ফসলের মাঠ। আর মাস খানেক পরেই বোরো ধান কাটা শুরু হবে। ধানের বোঝা মাথায় নিয়ে শ্রমিকদের বাড়ি পৌঁছতে খুব কষ্ট হবে। তাছাড়া আরেক পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হলে আশপাশের মাগুড়া, দোবিলা, শামপুর ও ঘরগ্রামের অনেক মানুষ সেতু পার হয়ে তাড়াশ-মান্নাননগর সড়ক দিয়ে অতি সহজে নিজেদের গ্রামে যাতায়াত করতে পারবেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন দৈনিক ইত্তেফাককে বলেন, সেতুটির সংযোগ সড়ক নির্মাণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
রাজশাহী বার্তা/admin