চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় এক হাজার শ্রমিক ও পেশাজীবী কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
নভেল করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারি নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, দোকান-পাট, হাট-বাজর ও শিল্পকারখানা বন্ধ থাকায় শ্রমিক এবং পেশাজীবীরা কর্মহীন হয়ে পড়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ কর্মসূচির আওতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি মসুর ডাল। এর আগে নাচোল পৌর এলাকায় ৪ হাজার ৩শ’৫ জন শ্রমিক ও পেশাজীবী কর্মহীনদের তালিকা প্রণয়ন করা হয়। ১০এপ্রিল শক্রবার বিকেল সাড়ে ৩ টায় নাচোল পৌর এলাকার ৩ নং ওর্য়াডের কাদিকোলা মহাল্লার মৃত জামাল উদ্দিনের ছেলে সেলিমের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান।
এসময় উপস্থিত ছিলেন, (ট্যাগ অফিসার) উপজেলা সমাজসেবা অফিসার আল-গালীব। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ৭ নং ওর্য়াড কাউন্সিলর হেলাল উদ্দিন ও ৩ নং ওর্য়াড কাউন্সিলর মতিউর রহমান এবং নাচোল ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
উল্লেখ্য, তালিকাভুক্ত ৪ হাজার ৩শ’৫ জন শ্রমিক ও পেশাজীবী কর্মহীনদের মধ্য থেকে প্রথম দফায় প্রাপ্ত বরাদ্দ হতে ১ হাজার কর্মহীন মানুষের মাঝে ১৩ কেজির খাদ্যসামগ্রীর প্যাকেজ বিতরণ করা হচ্ছে। বাকীদেরকে পরবর্তীতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে জানান, নাচোল উপজেলা সমাজসেবা অফিসার আল-গালীব।
রাজশাহী বার্তা/admin