রাসিক মেয়রকে ২০০ পিপিই ও মাস্ক দিয়েছে জুলিয়েট্‘স সিল ফ্যাশন হাউস
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বানে সাড়া দিয়ে ১০০ পিপিই ও ১০০ মাস্ক দিয়েছে জুলিয়েট্‘স সিল ফ্যাশন হাউস।
শুক্রবার সন্ধ্যায় নগর ভবনে মেয়রের হাতে পিপিই ও মাস্ক তুলে দেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী জেসমিন কাওসারী জুলিয়েট ও মোঃ হাসিবুল ইসলাম রয়েল। এ সময় মেয়র তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সহযোগিতায় আমরা সমন্বিতভাবে সংকটময় পরিস্থিতির মোকাবেলা করবো।
জুলিয়েট্‘স সিল ফ্যাশন হাউসের স্বত্ত্বাধিকারী জেসমিন কাওসারী জুলিয়েট জানান, মাননীয় মেয়র মহোদয় রাজশাহীর জন্যে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। মেয়র মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে এ্যাম্বুলেন্স সেবা ও লাশ দাফনে নিয়োজিত মহান ও সাহসী মানুষদের পাশে থাকতে চায় জুলিয়েট্‘স সিল ফ্যাশন হাউস।
এই ক্ষুদ্র প্রচেষ্টায় এই সংকটপূর্ণ সময়ে যদি দেশ ও জাতি নূন্যতম উপকৃত হয়, তবে স্বাধীন দেশের গর্বিত প্রতিষ্ঠান হিসেবে সম্মানিত হবে জুলিয়েট্‘স সিল। আগামীতেও মেয়র মহোদয়ের প্রয়োজনে আমরা তৎপর থাকব।