ফোনকল পেয়ে ৫৪৭৯ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি

সময়: 8:41 pm - April 17, 2020 | | পঠিত হয়েছে: 128 বার

হটলাইনে ফোন কল পেয়ে এ পর্যন্ত নগরীর ৫ হাজার ৪৭৯ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সিটি করপোরেশনের হটলাইন নম্বর ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ এ আসা নগরবাসীর অনুরোধ পেয়ে এসব খবর পৌঁছে দেয়া হয়।

লোক লজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তিবোধ করছেন তাদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা গ্রহণ করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন । ডিএসসিসির এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ পর্যন্ত হটলাইনে ৮ হাজার ৫৯২ জন নাগরিক খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে। এরমধ্যে ৫ হাজার ৪৭৯ জনের বাসায় ইতোমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বাকি ৩ হাজার ১১৩ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন নম্বরে ফোন করার জন্য আগ্রহীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে এ খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।

গত ৪ এপ্রিল মেয়র সাঈদ খোকন আনুষ্ঠানিকভাবে এই হটলাইন নম্বরগুলোতে প্রাপ্ত কলের ভিত্তিতে খাবার পৌঁছে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন। -বাসস

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর