রাজশাহীতে লকডাউন ভেঙ্গে ফেলার প্রতিবাদ করায় নারীকে মারপিট

সময়: 10:43 pm - April 20, 2020 | | পঠিত হয়েছে: 392 বার

রাজশাহীর কাশিয়াডাংঙ্গা থানার রাসিকের ২ নং ওয়ার্ড মোলাপাড়া বোর্ডঘর এলাকাটি স্বেচ্ছায় লকডাউন করে রাখা রাস্তার ব্যরিগেট ভেংঙ্গে ফেলার প্রতিবাদ করায় তহমিনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে জখম করেছে এক কলা ব্যবসায়ী। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাশিয়াডাংঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে আহত ওই বৃদ্ধা।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর কাশিয়াডাংঙ্গা থানার রাসিকের ২ নং ওয়ার্ড মোলা পাড়া বোর্ডঘর এলাকায় রাস্তা স্বেচ্ছায় লকডাউন করে এলাকাবাসী। বহিরাগত যে কেউ এলাকায় প্রবেশ করতে না পারে এলাবাসী সম্মিলিত ভাবে লকডাউন করে পাড়ায় প্রবেশের মূল রাস্তাটি।

এদিন সকাল সাড়ে ৬ টার দিকে ওই এলাকার কালাচাঁদের ছেলে রহমত আলী (৩৯) রাজশাহী জেলার বাইরে থেকে একটি পিকাপ গাড়ি ভর্তি কলা নিয়ে যায় তার বাড়িতে যায়। এসময় রাস্তার লকডাউনটি ভেঙ্গে ফেলে কলার গাড়ি রহমত আলীর বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই এলাকার সাকের আলীর স্ত্রী তহমিনা বেগম (৫৫) প্রতিবাদ করে লকডাউন ভেঙ্গে ফেলছেন কেন। রাস্তা লকডাউন ঠিক করে রাখেন। এলাকাবাসী স্বেচ্ছায় রাস্তা লকডাউন করেছে বহিরাগত কেউ যে এলাকায় ডুকতে না পারে। প্রতিবাদ করার সাথে সাথে রহমত আলী (৩৯) সাথে বাক বিতন্ডতা জড়িয়ে পড়ে।

কলা ব্যবসায়ী রহমত বাঁশ দিয়ে মারপিট করে। লাঠির আঘাতে বৃদ্ধা গুরুতর আহত অবস্থায় মহিলা মাটিতে পড়ে যায়। এলাকাবাসী ধাওয়া করলে রহমত পালিয়ে যায়। পরে স্থানিয়রা আহত অবস্থায় মোছা তহমিনা বেগম (৫৫) কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়।

আহত বৃদ্ধার স্বামী সাকের আলী জানান, স্বেচ্ছায় এলাকাবাসী রাস্তা লকডাউন করেছে। সেই লকডাউন ভেঙ্গে ফেলায় প্রতিবাদ করেছে আমার স্ত্রী। এ জন্য কলা ব্যবসায়ী রহমত পিটিয়ে জখম করে তাকে। থানায় অভিযোগ দেয়ার পরেও আসামী গ্রেপ্তার হয়নি এ খুব কষ্টের বিষয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় কাশিয়াডাংঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই মোকবুল হোসেন জানান, থানায় একটি অভিযোগ দিয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আসামী কে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর