রাজশাহী অঞ্চলে আরও এক করোনা রোগী শনাক্ত

সময়: 8:15 pm - April 23, 2020 | | পঠিত হয়েছে: 954 বার

রাজশাহী অঞ্চলে আরও এক করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে রাজশাহী অঞ্ছলের নওগাঁ জেলায় একজনের পজেটিভ পাওয়া যায়। এছাড়াও নতুন করে আজকে আরও ২১০ জনের নমুনা এসেছে রাজশাহীতে। এছাড়াও গতকাল বুধবার পর্যন্ত আরও কিছু নমুনা জমা ছিলো। এসব নমুনার মধ্যে আগামীকাল শুক্রবার আবারো ৯৪ জনের নমুনা পরীক্ষা হবে।

বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মেডিক্যাল কলেজের একাধিক সূত্র। এ নিয়ে রাজশাহী ল্যাবে সবমিলিয়ে ২২ জনের করোনা শনাক্ত হলো।

এদিকে রাজশাহী অঞ্চলে এখন পর্যন্ত মোট ২১ জনের করোনা শনাক্ত হলো। গত মঙ্গলবার পর্যন্ত ২০ জন ছিলো। আজকে দিয়ে সেটি ২১ জনে দাঁড়ালো। এছাড়াও রাজশাহী ল্যাবে প্রথম করোনা পজেটিভ পাওয়া যায় রংপুরের এক রোগীর। এ নিয়ে রাজশাহীর ল্যাবে করোনা পজিটিভ রোগী পাওয়া গেলো মোট ২২ জনের।

এর মধ্যে রাজশাহী বিভাগের শুধু নাটোর ছাড়া বাকি সাত জেলায় করোনা সংক্রমণ দেখা দেয়। এর মধ্যে রাজশাহীর পুঠিয়া, মোহনপুর ও বাগমারায় মোট আটজনের করোনা সংক্রমণ দেখা দেয়। পুঠিয়ায় করোনা সংক্রমিত রোগী রয়েছে পাঁচজন।

এর বাইরে জয়পুরহাটে রয়েছে ৩ জন, নওগাঁয় একজন, পাবনায় দুইজন ও সিরাজগঞ্জে একজন করে করোনার রোগী ধরা পড়ে।

তবে বগুড়ায় করোনা পরীক্ষা চালু হওয়ায় গত বুধবার থেকে সেখানে পরীক্ষা হচ্ছে। এর আগের দিন পর্যন্ত এ জেলায় আক্রান্ত ছিলো ৩ তিনজন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর