রাজশাহীর গোদাগাড়ীতে র্যবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
রাজশাহীর গোদাগাড়ীতে র্যবের অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যবের,রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আজ শুত্রবার (২৪ এপ্রিল ২০২০) সকালে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে।
এ অপারেশন মাদক ব্যবসায়ী ১।মোঃ শরীফ হোসেন(২৬), পিতা-মোঃ আলাউদ্দিন ২। মোঃ আরিফ হোসেন (২৪), পিতা-মোঃ কুদ্দুস, উভয় সাং-মির্জাখালী, উভয় থানা- বোরহানউদ্দিন, জেলা-ভোলা ৩। মোঃ সোহেল রানা (৩৩), পিতা- মৃত হযরত আলী, সাং- হাটলক্ষীগঞ্জ, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ ৪। মোঃ রাজিব হোসেন (২৫), পিতা- মৃত- মকলেছুর রহমান, সাং- সুমিত্রা, থানা- কালকিনি, জেলা-মাদারীপুরগণদের (ক) ৪৬৫ বোতল ফেন্সিডিল (খ) ০৫ টি মোবাইল ফোন (গ) ০১ টি সীমকার্ড (ঘ) ০১ টি মেমোরীকার্ড (ঙ) ২৬০ বস্তা সিমেন্ট (চ) ০১ টি ট্রাক (ছ) ০১ টি কাভার্ট ভ্যান (জ) ০২ সেট যানবাহন নথি (ঝ) ০১ টি চালান ফরম (ঞ) নগদ (১০৭০০/-টাকা (ট) ০২ টি ড্রাইভিং লাইসেন্স (ঠ) ০২ টি জাতীয় পরিচয়পত্র (ড) ৫০ টি খালি গ্যাস সিলিন্ডারসহ আটক করা হয়। উক্ত আসামীগণদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে জানিয়েছেন র্যাবের ক্ষুদে বার্তায়।
রাজশাহী বার্তা/admin