সাপাহারে নেশা জাতীয় ওষুধ বিক্রয় করায় ৫০হাজার টাকা জরিমানা
নওগাঁর সাপাহারে অবৈধ ভাবে নেশা জাতীয় ওষুধ বিক্রি করায় হাজী মেডিক্যাল হল নামে এক ফার্মেসীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট কল্যাণ চৌধুরী।
জানা গেছে, সন্ধ্যায় উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজারে হাজী মেডিকেল এর মালিক রসুলপুর গ্রামের গোলাম মর্তুজার ছেলে সিয়াম (২৭) কে অবৈধভাবে নেশা জাতীয় ওষুধ বিক্রয় করার সময় স্থানীয় লোকজন হাতে নাতে আটক করে। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। খ
বর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ভ্রাম্যমান আদালতে ওই ওষুধ ব্যবসায়ীর ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও উপজেলা ওষুধ ফার্মেসী সমিতি ওই ওষুধের দোকানকে ১ মাস বন্ধ রাখার আদেশ প্রদান করেন।
রাজশাহী বার্তা/admin