রাজশাহী বিভাগের করোনা পরিস্থিতি

সময়: 2:40 pm - April 27, 2020 | | পঠিত হয়েছে: 823 বার

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগি সংখ্যা বাড়ছেই। সোমবার সকাল গত ২৪ ঘন্টায় তিনজন বেড়ে করোনায় আক্রান্ত রোগি দাঁড়িয়েছে ৪১ জনে। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন দুইজন। আর মারা গেছেন একজন। রোববার সকালে রাজশাহীতে চিকিৎসাধীন এক করোনা আক্রান্ত রোগি মারা যান। রাজশাহী বিভাগের এটিই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

 

রাজশাহী বিভাগীয় স্বাস্থ পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে সাত জেলায়। এর মধ্যে রাজশাহী জেলায় ৯ জন, বগুড়া জেলায় ১৭ জন, জয়পুরহাটে ৮ জন, পাবনায় ২ জন, সিরাজগঞ্জে ২ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ জন ও নওগাঁ জেলায় ১ জন রোগি শনাক্ত হয়েছে। তবে নাটোরে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগি পাওয়া যায়নি।

 

 

 

রাজশাহী বিভাগে দুইটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। এর একটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। অপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ দুই ল্যাবে প্রতিদিন ৯৪ জন করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে।

 

সূত্রমতে, আক্রন্তা ৪১ জনের মধ্যে একজনের মৃত্যু ও দুইজন সুস্থ্য হয়েছেন। বাকি ৩৮ জনের মধ্যে ১৬ জন হাসপাতালের আইসোলেশনে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। আর বাকি ২২ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এছাড়াও বর্তমানে কনোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

 

 

 

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচলক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, রাজশাহী বিভাগে আক্রান্ত ৪১ জনের মধ্যে দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তারা দুইজনে বগুড়ায় চিকিৎসা নিয়েছেন। আর মারা গেছেন একজন। তিনি রাজশাহীতে চিকিৎসাধীন ছিলেন।

 

তিনি আরও বলেন, রাজশাহী বিভাগে অনেকের আক্রন্তের উৎস পাওয়া যায়নি। বিশেষ করে রাজশাহী জেলায় যে দুই বৃদ্ধ আক্রন্ত হয়েছে তাদের উৎস পাওয়া যায়নি। এ থেকে মনে করা হচ্ছে এ অঞ্চলেও কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে।

 

 

 

রাজশাহী বিভাগীয় স্বাস্থ পরিচালকের দপ্তর সূত্র মতে, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগের আট জেলায় ৭০০ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১ জন, চাঁপাইনবাবগঞ্জ ২২৪ জন, নওগাঁয় ১২৫ জন, নাটোর ১০, জয়পুরহাটে ৮৮ জন, বগুড়ায় ১০৬ জন, সিরাজগঞ্জ ৯২ জন ও পাবনায় ৫৪ জন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৭ জন। যার মধ্যে নওগাঁয় ১২ জন ও চাঁপাইনবাবগঞ্জে ৩৫ জন।

 

সূত্র আরও জানায়, বর্তমানে রাজশাহী বিভাগের আট জেলায় ৮ হাজার ৩৮৮ জন কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ২০ জন, চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ৮৪৬ জন, নওগাঁয় এক হাজার ৫৮ জন, নাটোরে ১০৪ জন, জয়পুরহাটে ৮৫৭ জন, বগুড়ায় এক হাজার ৭৩৫ জন, সিরাজগঞ্জ এক হাজার ২৯১ জন ও পাবনায় এক হাজার ২২৭ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর