রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির চরম অবনতি

সময়: 3:51 pm - April 29, 2020 | | পঠিত হয়েছে: 9358 বার

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগি একদিনে বেড়ে ৪৪ জন। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৪ জন বেড়ে করোনায় আক্রান্ত রোগি দাঁড়িয়েছে ৯৬ জনে। বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় একদিনে ৪৪ জন বেড়েছে। ফলে রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি অবনতির দিকেই রয়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রাজশাহী জেলায় একদিনে চারজন বেড়ে করোনায় আক্রান্ত রোগি দাঁড়িয়েছে ১৩ জনে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগের দুইজনই রয়েছে।

তবে নওগাঁ জেলায় একদিনে ১৬ জন বেড়ে করোনায় আক্রান্ত রোগি দাঁড়িয়েছে ১৭ জনে। নাটোরে প্রথমবারের মত আটজন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এছাড়া জয়পুরহাটে একদিনে নয়জন বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। বগুড়া জেলায় একজন বেড়ে ১৭ জন হলেও সিরাজগঞ্জে আক্রন্ত রয়েছেন দুইজনই। তবে পাবনা ছয়জন বেড়ে দাড়িয়েছে ৮ জনে।

রাজশাহী বিভাগে দুইটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। এর একটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। অপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ দুই ল্যাবে প্রতিদিন ৯৪ জন করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। এর বাইরে অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে।

স্বাস্থ্য দপ্তরের সূত্রমতে, করোনাভাইরাসে আক্রান্ত ৯৬ জনের মধ্যে রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে। আর বগুড়ায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন দুইজন। বাকি ৯৩ জনের মধ্যে ৩৭ জন হাসপাতালের আইসোলেশনে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। আর বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এছাড়াও কনোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭৬ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচলক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, রাজশাহী বিভাগে করোন পরিস্থিতি অবনতির দিকে। একদিনে ৪৪ জন শনাক্ত হয়েছে। আরও নমুনা সংগ্রহে রয়েছে। সেগুলো পরীক্ষা করা হলে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহী বিভাগে অনেকের আক্রন্তের উৎস পাওয়া যায়নি। বিশেষ করে রাজশাহী, জয়পুরহাট ও বগুড়ার বেশ কয়েকজনের আক্রান্ত হওয়ার উৎস পাওয়া যায়নি। বিশেষ করে রাজশাহীতে একজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তার আক্রান্তের উৎস পাওয়া যায়নি। এ থেকে মনে করা হচ্ছে এই তিন জেলায় কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ পরিচালকের দপ্তর সূত্র মতে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগের আট জেলায় ৫৮২ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ২১৫ জন, নওগাঁয় ৪৬ জন, নাটোর ১০, জয়পুরহাটে ১০৯ জন, বগুড়ায় ৯৬ জন, সিরাজগঞ্জ ৫৪ জন ও পাবনায় ৪৭ জন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ২ জনকে।

স্বাস্থ্য সূত্র আরও জানায়, বর্তমানে রাজশাহী বিভাগের আট জেলায় ৮ হাজার ৬৪৭ জন কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ১৭১ জন, চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ৯৯১ জন, নওগাঁয় এক হাজার ৯৯ জন, নাটোরে ১১০ জন, জয়পুরহাটে এক হাজার ২৩ জন, বগুড়ায় এক হাজার ৮৪৪ জন, সিরাজগঞ্জ এক হাজার ২৮৮ জন ও পাবনায় এক হাজার ১২১ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর