ভোলাহাটে বঙ্গবন্ধুকে অবমাননাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

সময়: 11:56 am - February 1, 2020 | | পঠিত হয়েছে: 278 বার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুশরিভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ বঙ্গবন্ধুকে অবমাননা করার প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। শনিবার সকাল ১০টার দিকে স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় সূধীরা প্রতিবাদ ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

 

মানববন্ধনে মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গান (রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই..) পরিবেশন কালে গান বন্ধ ও গানের ডায়রি ছুঁড়ে ফেলায় জড়িত বিলাস সরদারসহ বিএনপি সন্ত্রসী ক্যাডারদের শাস্তি ও ফাঁসির দাবী করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, একটি চিহ্নিত মহল এ জঘন্য ঘটনাকে ধামা-চাপা দেয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনেরও দাবী করা হয়।

 

অনুষ্ঠিত বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান পরিবেশন কালে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান বর্ষাকে অপমান ও বঙ্গবন্ধুকে অবমাননা করার ঘটনায়দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সাদা মনের মানুষ জিয়াউল হক, সভাপতি আলাউদ্দিন, অধ্যক্ষ আজগর আলী, শিক্ষক রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম, তৌহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আফাজ উদ্দিন, নির্যাতিত শিক্ষার্থী ইশরাত জাহান বর্ষা ও শিক্ষার্থী জামাল উদ্দিনসহ অন্যরা।

 

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি মুশরিভুজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেনীর নবীন-বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশনের সময় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীও গান পরিবেশনের সময় তাকে থামিয়ে গান বন্ধ ও গানের ডায়রী ছুড়ে ফেলে দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয় বিএনপি কর্মী বিলাস সরদার।

 

এ ঘটনায় থানায় মামলা হলে গ্রেফতার করা হয় অভিযুক্ত লতিফুর রহমান বিলাস সরদার, আসলাম বেগ ও শাহবাজকে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর