নিজে বস্তা বয়ে অভুক্ত মানুষদের খাদ্যসামগ্রী দিলেন সালমান
ভারতে লকডাউন শুরুর পর থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। বিভিন্ন সময়ে এই তারকাকে সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে দেখা গেছে। কখনও কারও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। কখনও আর্থিক সহযোগিতার মাধ্যমে জীবন বদলে দিতে হাত বাড়িয়েছেন। আর এ ধরনের কাজে সব সময়ই এগিয়ে থাকেন সালমান।
বর্তমানে লকডাউনের জেরে গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত পানভেলের বাগান বাড়িতেই কাটছে সালমানের দিন। সেখানে পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। আরও আছেন তার বান্ধবী ইউলিয়া ভন্তুর, জ্যাকুলিন ফার্নান্ডেজ এবং ওয়ালুসা ডিসুজা।
এবার সালমানের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখা গেল জ্যাকুলিন, ওয়ালুসা এবং ইউলিয়াদের। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন সালমান খান। যেখানে দেখা যাচ্ছে, সালমান খানের সঙ্গে হাতে হাত মিলিয়ে সাহায্য করছেন জ্যাকুলিন, ইউলিয়া এবং ওয়ালুসা-রা।
এই লকডাউনের মধ্যে পানভালের অসহায় মানুষগুলো যাতে কোনোভাবে না খেয়ে থাকেন, তারই ব্যবস্থা করতে দেখা যায় সালমানকে।
এর আগে করোনা মোকাবিলায় ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দিনমজুরের পরিবারের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি মালেগাঁও এর অসহায় ৫০ জন মহিলা শ্রমিকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তও নেন।