গোদাগাড়ীতে করোনার মধ্যেও বিয়ের দাবিতে প্রেমিকার অনসন
সময়: 5:51 pm - May 4, 2020 | | পঠিত হয়েছে: 644 বার
দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যেও রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন চলছে। চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিক চক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীর সাথে উপজেলার গোপালপুর বোগদামারী এলাকার রুবেল নামের এক যুবক বিয়ের অনুষ্ঠানে গিয়ে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত জেএসসি সমাপনী পরীক্ষার সময় ছাত্রীটি গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসলে ছেলের সাথে একাধিক বার দৈহিক সম্পর্ক গড়ে উঠে।
পরীক্ষা শেষে ছাত্রীর মানিকচক এলাকায় চলে গেলে এরপর রুবেল তার প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তাই মোবাইল ফোনে ঠিকমত যোগাযোগ করতে না পেরে সোমবার সকালে মেয়েটি তার প্রেমিক রুবেলের বাসায় গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
এ বিষয়ে প্রেমিকের মা সাবিনা খাতুন ময়না বলেন, আমার ছেলের সাথে এই মেয়ে ১ বছর আগে সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে কোন সম্পর্ক নাই।
এ ব্যাপারে মাটিকাটা ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম সিল্কসিটিনিউজকে জানান, ছেলে ও মেয়ে উভয়ের বয়স হয়নি। তাই উভয়ের অভিভাবকের সাথে কথা বলে, ছাত্রীকে বুঝিয়ে বাড়ী পাঠানোর চেষ্টা করছি। উভয় পক্ষের মধ্যে বয়স হওয়ার পর বিয়ের সমঝোতা হলে তাদের নিজ নিজ জিম্মায় ছেড়ে দেয়া হবে।
মাটিকাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন নয়ন বলেন,বিষয়টি আমার জানা ছিলনা তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান বলেন,বিয়ের দাবীতে মেয়ের অনশনের বিষয়টি জানা নাই। তবে খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
রাজশাহী বার্তা/admin