রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে আওয়ামী পরিবারের মিলনমেলা
রাজশাহীতে আওয়ামী পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় এই মিলনমেলার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর আয়োজন করেন। ২০০৯ সাল থেকেই প্রতিবছর তিনি এ আয়োজন করছেন।
মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের আজীবন যোদ্ধা সম্মাননা প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, নিবেদিত কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা সারাজীবন দলের জন্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন। দুঃসময়ে নির্যাতিত হয়েছেন, কিন্তু অনেকক্ষেত্রে আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। আজ কয়েকজনকে আজীবন যোদ্ধা সম্মাননায় ভূষিত করা হলো। আমি এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই।
অনুষ্ঠানে ২২ জনকে আজীবন যোদ্ধা সম্মাননায় ভূষিত করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন, রাজশাহী মহানগর আওয়ামীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ১নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, ৪নং ওয়ার্ডের সাইদুর রহমান, ৭নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেন, পবার হাড়––পুরের আব্দুল আজিজ মাস্টার, পবা হাড়–পুরের হানিফ উদ্দিন চৌধুরী, ৫নং ওয়ার্ডের মো. নূরুদ্দীন, ৬নং ওয়ার্ডের মজিবর রহমান, ৬নং ওয়ার্ডের মোশাররফ হোসেন, ৮নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মধ্য নওদাপাড়া ১৭নং ওয়ার্ডের আব্দুল মালেক, ৯নং ওয়ার্ডের মো. সমেস, ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ২৮নং ওয়ার্ডের মো. আব্দুল খালেক, ফুদকীপাড়া ১২নং ওয়ার্ডের আফজাল হোসেন কচি, আলুপট্টি ২৩নং ওয়ার্ডের মির্জা আনোয়ার হোসেন পটু, বোসপাড়া ২৩নং ওয়ার্ডের নুর কুতুব উল আলম মান্নান, টিকা পাড়া ২৭নং ওয়ার্ডের আফতাব চৌধুরী, হাতেম খাঁ ১০নং ওয়ার্ডে আলহাজ¦ মাজদার রহমান সুকী, উপশহর ১৪নং ওয়ার্ড (পূর্ব) মাওলানা তাজুল ইসলাম ও চন্ডিপুর ৭নং ওয়ার্ডের কামাল উদ্দিন আহমেদ মন্টু।
মিলনমেলার আয়োজন কমিটির আহŸায়ক ছিলেন রফিকুজ্জামান রফিক। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক। অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ আওয়ামী লীগের প্রায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুকুল হোসেনের ‘হৃদয় সিদ্ধু’ নামক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন মেয়র। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজশাহী বার্তা/admin