নিয়ামতপুরে প্রবাসী স্ত্রীর সাথে পরকিয়ায় হাতে নাতে আটক
নওগাঁর নিয়ামতপুরে প্রবাসী স্ত্রী ২ সন্তানের জননীর সাথে ২ সন্তানের জনকের পরকিয়ায় হাতে নাতে আটক করে। জরিমানার টাকা সালিসকারীদের পকেটে।
জানা যায়, গত ৩ মে রবিবার রাত ৯টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের ফুলাহারা বড় সমাসপুর গ্রামের মৃত- মেহের আলীর ছেলে ২ সন্তানের জনক শরিফুল ইসলাম শফি (৩৫) একই গ্রামের দুবাই প্রবাসী মৃত- আয়েজ উদ্দিনের ছেলে মজিদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (২৮) এর ঘরে সারারাত যাপন করার পর সকালে মর্জিনা বেগমের দেবর মোঃ শহিদুল ইসলাম দেখতে পেয়ে সাথে সাথে শরিফুল ইসলামকে আটক করে রাখে। প্রথমে চেষ্টা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার।
পরবর্তীতে পাড়ইল ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হোসেন মন্টু এবং সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম এর নেতৃত্বে গ্রামবাসী পরদিন ৪ মে সোমবার বেলা ৫টায় মেয়ে মর্জিনা বেগমের বাড়ীতে একটি সালিস করে ছেলে শরিফুল ইসলামের ২৫ হাজার টাকা জরিমানা করে সালিসকারীরা নিজেদের পকেটে নিয়ে নেয়।
এ বিষয়ে সালিসকারী ইউপি সদস্য মোজাম্মেল হক মন্টু রাজশাহী বার্তাকে বলেন, আমরা সালিস করেছি। সালিসে মেয়ের স্বামী বিদেশ থাকে। তার সাথে কথা হয় সে বলে, দুটি বাচ্চা আছে। আপনাদের কিছু করতে হবে না। আমি আসি তারপর আমি বিচার করবো। তাই মেয়ের কোন বিচার করেনি। ছেলের ২৫ হাজার টাকা জরিমানা করেছি। টাকা আমরা রাস্তার কাজে লাগাবো।
সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম রাজশাহী বার্তাকে জানায়, আমরা গ্রামের সবাই মিলে সালিস করেছি। ছেলের ২৫ হাজার টাকা জরিমানা করে সমাজে জমা থাকবে।
রাজশাহী বার্তা/admin