এবার পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

সময়: 4:00 pm - February 1, 2020 | | পঠিত হয়েছে: 72 বার

ধীরে ধীরে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় এক বছর সেখানে নিয়মিত খেলছে বিভিন্ন দেশের নারী ও বয়সভিত্তিক দল। এর পর জঙ্গি আক্রান্ত দেশটি সফর করেছে জিম্বাবুয়ে ও শ্রীলংকা।

গেল বছর নভেম্বরে সেখানে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পান ডি ককরা। অবশেষে দুই মাস পর সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন তারা। দেশটিতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলার বিষয়টি বিবেচনা করছেন প্রোটিয়ারা। এ লক্ষ্যে আগামী মাসে বাবরদের দেশে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাচ্ছেন তারা।

সবকিছু ঠিক থাকলে চলতি বছর মার্চে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সফরটি করবে তারা। এর আগে ভারতে সিরিজ খেলবে প্রোটিয়া শিবির।

দক্ষিণ আফ্রিকা সবশেষ পাকিস্তান সফর করে ২০০৭ সালে। মাঝে ২০১০ ও ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে তাদের বিপক্ষে খেলেন প্রোটিয়ারা। সব ঠিক থাকলে ১৩ বছর পর পাক ডেরায় খেলতে যাবেন তারা।

এ দিয়েই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানে গিয়ে সেটির প্রস্তুতি সারতে পারেন ৩৬০ ডিগ্রিখ্যাত ব্যাটসম্যান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর