পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক স্বেচ্ছা শ্রমে ধান কর্তন ও ত্রাণ বিতরণ
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের বেকার, যুবক, শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে গঢ়ে উঠেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠন টির নাম রাখা হয়েছে পশ্চিম গোপীনাথপুর দারিদ্র বিমোচন ফাউন্ডেশন। ৩২ জন সদস্য নিয়ে গঠিত সংগঠন টির উল্লেখযোগ্য কর্মকান্ড হচ্ছে দারিদ্র বিমোচন, নিরক্ষরতা দূরীকরণ, বাল্যবিবাহ নিরোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।এরই ধারাবাহিকতা অব্যাহত থাকায় দেশে করোনাভাইরাস(কেভিড-১৯) ফলে চলতি বোরো মৌসুমে ধানকাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় সংগঠনের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ৩২ জন সদস্য ৮ই মে শুক্রবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একই গ্রামের আব্দুর রহিমের একবিঘা জমির ধান কর্তন করে দেয়।
এছাড়াও সংগঠনটি নেতৃবৃন্দের নিজস্ব অর্থায়নে বেশকিছু কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান সরকার ইউসুফ ও সাধারণ সম্পাদক শফিউল ইসলাম সাংবাদিকদের জানান দেশের সংকট মুহূর্তে তাদের এ ধারা অব্যাহত থাকবে।
সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার লাভলু মিয়া, হাসান আলী, কাইয়ুম, জাহিদ, কোরবান, শাকিল, নাঈম, শাওন, রাজু, মশিউর, আকাশ, রায়হান প্রমুখ।
রাজশাহী বার্তা/admin