যমুনা ব্যাংক ভবানীগঞ্জ শাখার উদ্যোগে তাহেরপুর পৌরসভায় ত্রান বিতরণ
করোনার ভয়াবহতা যত দিন যাচ্ছে ততো দিন দিন বাড়ছে। আর এই ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে মানুষকে ঘরে থাকার আহব্বান জানিয়েছেন। বাংলাদেশের মানুষ সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিজেদের গৃহবন্দি করে ফেলেছেন। গৃহবন্দি অসহায় দূঃস্থ কর্মহীন মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ত্রানের মাধ্যমে ব্যবস্থা হয়েছে খাদ্য সমগ্রীর।
কিন্তুু বিপাকে পড়েছেন সাধারণ মধ্যবিত্ব পরিবারের মানুষ গুলো। তারা গৃহ বন্ধি হয়ে পড়েছেন সেই সাথে পড়েছেন খাদ্য সংকটে। আর এ সব মধ্যবিত্ব পরিবারের কথা চিন্তা করে রবিবার বিকেলে যমুনা ব্যাংক ভবানীগন্জ শাখার উদ্যোগে রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়াডের ১০৫ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু পেয়াজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এমন মহত উদ্যোগকে স্বাগত জানিয়েছন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ ব্যাপারে এক জন মধ্যবিত্ব পরিবারের সদস্য জানান,আমরা গৃহবন্দি হয়ে খাদ্য সংকটে ছিলাম ত্রান পেয়ে অনেক আনন্দিত ও আয়োজক কে ধন্যবাদ জানান। এসময় সমাজের সকল বিত্তশালীদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান হয়। এ
সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মুন্জুরুল আহসান শাহ উত্তরবঙ্গ আঞ্চলিক প্রধান যমুনা ব্যাংক, আঃ জব্বার ম্যানেজার যমুনা ব্যাংক ভবানীগন্জ শাখা, গোলাম মোস্তফা যমুনা ব্যাংক অফিসার।
রাজশাহী বার্তা/admin