রাজশাহী বাগমারায় এক পুকুর পাহারাদার খুন,আটক ৪

সময়: 6:22 pm - May 11, 2020 | | পঠিত হয়েছে: 146 বার

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা :  রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়ার গ্রামের যশের বিলের একটি ছোট ঘর থেকে আব্দুস সালাম প্রামানিক (৪৫) নামের এক পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ওই ঘরের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সালাম প্রামানিক উপজেলার দক্ষিণ সাজুড়িয়া গ্রামের মৃত আব্দুস সাধু প্রামানিকের ছেলে। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন চারজনকে আটক করেছে।

আটককৃতরা হলো-দক্ষিণ সাজুড়িয়া গ্রামের পুকুর মালিক মুনির উদ্দিন সরদারের ছেলে শুভ সরদার (২৮), মামুনুর রশিদ বাবলু শাহ’র ভাই রুস্তম আলী শাহ (৪৫),পুকুরের শ্রমিক সেলিম (৪২) ও গোয়ালকান্দি গ্রামের আব্দুস সামাদের মেয়ে শিরিনা (৩৫) বেগম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে আব্দুস সালাম প্রতি দিনের ন্যায় নিজ বাড়ি থেকে রাতের খাবার খেয়ে যশের বিলের মধ্যে আব্দুস সোবহান, মুনির উদ্দিন সরদার ও মামুনুর রশিদ বাবলু শাহ’র পুকুরে পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে খুন করে পুকুর পাড়ের একটি ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।

রোববার সকালে স্থানীয়রা ওই ঘরে সালামের মরদেহ দেখতে পায়। এরপর খবর পেয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনাস্থলে পৌছেন।

বেলা ১২টার দিকে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমন দে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এলাকাবাসি জানান, দক্ষিণ সাজুড়িয়া গ্রামের আব্দুস সালাম যশের বিলে কয়েকটি পুকুরে প্রায় তিন বছর যাবত পাহারাদারের কাজ করে আসছিলেন। শনিবার দিবাগত রাতে সে বাড়ি থেকে বের হয়ে পুকুর পাহারা দেবার উদ্যেশে আসার পর কে বা কাহারা তাকে খুন করে পুকুর পাড়ের একটি ঘরের মধ্যে মরদেহ ফেলে পালিয়ে যায়।

এদিকে এলাকাবাসীর ধারণা গোয়ালকান্দি গ্রামের আব্দুস সামাদের মেয়ে আটককৃত শিরিনার সঙ্গে সালামের অবৈধ সর্ম্পক ছিলো। আর এই কারণে তাকে পূর্ব কল্পিত ভাবে হত্যা করা হতে পারে। পুলিশ শিরিন কে আটক করার পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর