বাগমারায় এমপি এনামুল হকের পক্ষ থেকে খাদ্য পেলেন ১০ হাজার পরিবার
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। এতে করে থমকে গেছে সকল কর্মকান্ড। বিপাকে পড়েছে হতদরিদ্র ও নিম্ন আয়ের লোকজন। দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবেলায় উঠে পড়ে লেগেছে সরকার সহ সামর্থ্যবানরা। করোনা সংকট মোকাবেলায় দেশব্যাপি লোক সমাগমে আনা হয়েছিল সাময়িক বিধি-নিষেধ। বন্ধ করা হয়েছিল হাট-বাজার সহ দোকানপাট। কর্মহীন হয়ে পড়েছিল নিম্ন আয়ের লোকজন। এর ফলে চরম খাদ্য সংকটে পড়তে হয়েছে তাদেরকে।
করোনা সংকটে খাদ্য সমস্যা মোকাবেলায় জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি ব্যক্তিগত উদ্যোগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে চালু করেছেন কন্ট্রোল রুম।
এরই মধ্যে এমপি’র ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১০ হাজার পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলার প্রত্যন্ত এলাকায় গরীব, দুস্থ, অসহায়, ছিন্নমূল, মধ্যবিত্তের পাশাপাশি যে সকল পরিবার খাদ্য সংকটে রয়েছে, তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন কন্ট্রোর রুমের সদস্যা। এছাড়াও উপজেলা জুড়ে যতগুলো চা বিক্রেতা, ভ্যানচালক সহ ছিন্নমূল পরিবার রয়েছে, সবার আগে তাদের বাড়িতে খাদ্য সহায়তা নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী বার্তা/admin