রাজশাহীতে মেয়র লিটনের উদ্যোগে দ্বিতীয় দিন সবজি বিতরণ
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের মাঝে দ্বিতীয় দিন সবজি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর চারটি এলাকায় চারটি ট্রাকে করে সবজি বিতরণ কার্যক্রম শুরু হয়। এদিন চারটি ট্রাকে করে মহানগরীর শাহ মখদুম থানার মোড়, কাশিয়াডাঙ্গা, মেহেরচন্ডি কড়ইতলা ও বুলনপুর ঘোষপাড়া এলাকায় তিন হাজার পরিবারের মাঝে ৩৭৫ মন মিষ্টি কুমড়া ও ৬০ মন পুইশাক বিতরণ করা হয়। প্রত্যেক ব্যক্তিকে একটি করে মিষ্টি কুমড়া ও ১ কেজি পুইশাক প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, মাননীয় মেয়রের উদ্যোগে গতকাল সোমবার থেকে নগরবাসীর মাঝে সবজি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন চারটি ট্রাকে করে চারটি এলাকায় সবজি বিতরণ করা হচ্ছে। আগামীতেও এটি অব্যাহত থাকবে।