রাজশাহী বার্তা’র পাঠক এখন বিশ্বের ৩০টি দেশে

সময়: 6:40 pm - May 14, 2020 | | পঠিত হয়েছে: 339 বার

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে থমকে গেছে গোটা বিশ্ব। তবে সবকিছু থমকে গেলেও স্বাভাবিক রয়েছে গণমাধ্যমের কার্যক্রম। করোনাকালে হাতেগোনা কয়েকটি পত্রিকা ছাড়া জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় প্রায় সবগুলোরই প্রিন্ট সংস্করণ বন্ধ রয়েছে। আর এতে করোনা পরিস্থিতির সকল সংবাদ পেতে ঘরবন্দী মানুষ নির্ভর হয়ে পড়েছে ইন্টারনেটে অনলাইন সংস্করণের প্রতি।

এই করোনার মধ্যেই আরো একধাপ এগিয়ে গেলো রাজশাহী ভিক্তিক অনলাইন নিউজ পোর্টাল “রাজশাহী বার্তা”। বর্তমানে সারাবিশ্বের ৩০টি দেশে পাঠক রয়েছে রাজশাহী বার্তা’র। এই প্রথম রাজশাহী ভিত্তিক কোনো ওয়েবসাইটের বিশ্বের এতো বেশি দেশে পাঠক রয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী বার্তা’র উপস্থিতি উল্লেখযোগ্যভাবে এতে প্রভাব রেখেছে। বিশ্বের ৩০টি দেশ থেকে যারা নিয়মিত রাজশাহী বার্তা পড়ছেন সকল পাঠকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী বার্তা’র সম্পাদক মো. আশরাফুল ইসলাম।

তিনি বলেন, পাঠক যাতে ডিজিটাল মাধ্যমে সহজে রাজশাহী বার্তা পড়তে পারেন ও নিজেদের মতামত জানাতে পারেন সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। কারন পাঠকের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মতামত, পরামর্শ ও সমালোচনা আমাদের অনুপ্রেরণা যোগায়। সেই অনুপ্রেরণায় আজ রাজশাহী বার্তাকে নিয়ে গেছে অন্যন্য উচ্চতায়।

সহ-সম্পাদক এস.এম. সাখাওয়াত জামিল দোলন জানান, রাজশাহী বার্তা নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, আরব আমিরাত, কুয়েত, ইরাক, উত্তর আমেরিকা, ইউরোপ, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, ইতালিতে ঘরে বসেই অনলাইনে পড়ছেন প্রবাসীরা। এসব দেশের প্রবাসীদের জীবনের একটি অংশ হতে চলেছে রাজশাহী বার্তা।

অবশ্য বিশ্বের সব অংশের প্রবাসে থাকা বাংলাদেশিদের কাছে নিজেদের উপস্থিতি জানান দিতে চাই জানিয়ে তিনি আরো বলেন, প্রতিনিয়ত আপডেট হওয়া রাজশাহী বার্তা অনলাইনে বিশ্বের ৩০টির বেশি দেশে পাঠকের উপস্থিতি আমাদের জন্য অত্যান্ত গর্বের ও অনুপ্রেরণার। এই সংখ্যাও দিন দিন আরো বাড়ছে। শুধু রাজশাহী অঞ্চল বা বাংলাদেশই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা প্রবাসীদের কাছেও এই মূহুর্তে রাজশাহী বার্তা’র রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা।

একজন পাঠক বলেন, আমার দৃষ্টিকোণ থেকে পাঠকের চাহিদাকে দুরত্ব দিয়ে সংবাদ প্রকাশ, সংবাদ আপডেট করা, ফলোআপ করা, অধিক পরিমানে ফিচার প্রকাশ করায় রাজশাহী বার্তা সল্প সময়ে বেশি পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর