রাজশাহীর আরডি মার্কেটে নিষেধাজ্ঞা অমান্য করে দােকানপাট খোলা হয়েছে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সময়: 12:27 pm - May 16, 2020 | | পঠিত হয়েছে: 1194 বার

রাজশাহীর আরডি মার্কেটে নিষেধাজ্ঞা অমান্য করে দােকানপাট খোলা রাখা হয়েছে। কেনাকেটা করতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য দেখা গেছে। আরডিএ মার্কেটের প্রধান গেট বন্ধ রেখে ভিতরে দোকানপাট খুলের ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এসময় প্রতিটি দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দেয়া হলেও রাজশাহীতে করোনা নিয়ন্ত্রণের জন্য গতকাল শুক্রবার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, ঈদের আগ পর্যন্ত দোকানপাট খোলা যাবে না। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে আজ শনিবার সকাল থেকেই রাজশাহী আরডিএ মার্কেটের দোকানপাট খুলতে শুরু করে দোকান মালিকরা। এরপর ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আরডিএ মার্কেটের ভিতরে কাপড়ের দোকানগুলো সহ বিভিন্ন দোকানপাটে। ফলে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।

এমনকি দোকানগুলোতে সামাজিকনিরাপত্তা দূরত্ব বজায় না রাখার পাশাপাশি হ্যান্ডস্যানিটাইজারসহ করোনা প্রতিরোধে কোন রকম ব্যবস্থা গ্রহণ লক্ষ্য করা যায়নি। মুজিবুর রহমান দাবি করেন বলেন, দোকানপাট না খুললে তাদের প্রতি প্রচন্ড ক্ষতি হবে এ কারণে তারা ঈদের আগে দোকানপাট হলে ব্যবস্যা করছেন।

রাজশাহীর পুঠিয়া থেকে আসা ক্রেতা আজিজুল ইসলাম বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছেন তিনি আর দিয়ে মার্কেটে। তবে দোকানগুলোতে ঢোকার পরে করার সামাজিক নিরাপত্তা দ্রুত লক্ষ্য করা যায়নি।

চারঘাট থেকে আসা ক্রেতা বিলকিস বানু বলেন, দোকানগুলোতে হ্যান্ড স্যানিটাইজার কোনো ব্যবস্থা নাই। এতে করে করনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র : সিল্কসিটি নিউজ

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর