চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন’র উদ্যোগে বিভিন্ন স্থানে খাবার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে রোববার ‘স্বপ্ন’ ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে প্রায় ১৫০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শহরে থাকা ছিন্নমূল, শ্রমজীবী মানুষদের জন্য ১ বেলা রান্না করা খাবারের আয়োজন করে স্বপ্ন। সাথে সাথে আরো একবেলার শুকনো খাবার দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউমার্কেট এলাকা থেকে শুরু করে উদয়ন মোড় হয়ে বিশ্বরোড ঘুরে শান্তি মোড় পর্যন্ত প্রায় ১৫০ জনকে এসব খাবার পৌঁছে দেয় সংগঠনটির সদস্যরা। স্বেচ্ছাসেবী সংগঠনটির সমন্বয়ক মো. খাইরুল ইসলাম জানান, সমাজের সকল স্তরের মানুষ যদি এগিয়ে আসেন তাহলে আর আশেপাশে কোন ক্ষুধার্ত মানুষ না খেয়ে থাকবে না।
আরেক স্বেচ্ছাসেবী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক জানান, দেশের এই পরিস্থিতিতে ধর্ম, রাজনীতির উর্ধ্বে এসে এক হয়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করলে দেশের কোথাও কেউ ক্ষুধার কষ্টে থাকবে না। উল্লেখ্য, স্বপ্ন সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী একটি সংগঠন! প্রতি বছর স্বাবলম্বীকরণ প্রজেক্ট খুঁটি, নতুন পোশাক বিতরণের ইভেন্ট স্মাইল প্লিজ, শীত নিবারণে অপারেশন উষ্ণতাসহ নানা ধরনের মানবিক কাজগুলি করে আসছে। একই সাথে স্বপ্ন এইড প্রজেক্টের মাধ্যমে সারাদেশের প্রায় ৪০০ পরিবারের ঘরে ৭ দিনের খাবার পৌঁছে দিয়েছে যা চলমান আছে।-কপোত নবী।
রাজশাহী বার্তা/admin