নাটোর জেলায় প্রবেশ ও বাহিরে নিষেধাজ্ঞা

সময়: 10:34 pm - May 19, 2020 | | পঠিত হয়েছে: 567 বার

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জরুরী সেবা দানকারী যানবাহন ব্যতীত অন্যান্য সকল যানবাহন নাটোর জেলায় প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে জেলার বিভিন্ন সীমানায় জেলা পুলিশ, নাটোর কর্তৃক সার্বক্ষণিক চেকপোস্ট কার্যক্রম কঠোরভাবে জোরদার করা হয়েছে।

জরুরী সেবা দানকারী কোন যানবাহন ব্যতীত অন্যান্য সকল যানবাহন নাটোর জেলায় প্রবেশ কিংবা জেলা হতে  বাহিরের চেষ্টা করলে তাদেরকে চেকপোস্ট থেকেই ফেরত পাঠানো হচ্ছে।

নাটোরে নতুন করে আরো ৩০ জন করোনা আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। গত ১১ ১২ ও ১৩ তারিখে মোট ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা পাওয়া যায়। এর মধ্যে সিংড়া থানা পুলিশের ১১ জন সদস্য করোনা পজেটিভ! সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল নার্জন অফিসের করোনা রোগীর হিসাব শাখায় দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান সহকারী হাফিজুর রহমান জানান, আক্রান্তদের মধ্যে ১২ জনই সিংড়া উপজেলার।

এছাড়া সদরে ৫ জন, বড়াইগ্রামে ৯ জন, বাগাতিপাড়ায় ৩ জন, ও গুরুদাসপুরে ১ জন। এর মধ্যে বড়াইগ্রাম উপজেলায় প্রথমবারের মতো একযোগে ৯ জন করোনা রোগী সনাক্ত হল।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর