রাজশাহী অঞ্চলে সাইক্লোন আম্ফান আঘাত হানবে
আজ বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে রাজশাহী অঞ্চলে সাইক্লোন আম্ফানের অংশ আঘাত হানবে। প্রচুর বৃষ্টি হবে এবং দমকা বাতাস হবে ১০০ কিলোমিটার গতিতে।
ফসলের ক্ষতি হবার আশংকা আছে। বড় গাছপালা এবং কাচা ঘরবাড়ী ভেঙে পড়তে পারে। বজ্রপাত হবে। আইলার সময় রাজশাহী অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছিলো। যা অনেকের ধারণার বাইরে ছিলো। সাইক্লোনের গতিপথ থেকে ধারণা করা যায়, চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের চেয়ে রাজশাহী অঞ্চলে (পাবনা, সিরাজগঞ্জে আরও বেশি) ক্ষতি অনেক বেশি হতে পারে।
সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এবং সাবধানতা নেবার জন্য অনুরোধ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহীতে আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরে বেলা ১১ টার দিকে শুরু হয় অনেকটা ঝড়ো হওয়া। সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হতে শুরু করে।
রাজশাহী বার্তা/admin