বৃহস্পতিবার সকালে রাজশাহী অতিক্রম করবে আম্ফান
ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর কারণে রাজশাহীতে বুধবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। কখনও কখনও কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও আবারও শুরু হয়। বুধবার বিকালের পর থেকে বইছে দমকা হাওয়াও।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ভোররাত ৪টায় বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। রাত ৮টা পর্যন্ত তারা ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। বিকাল থেকে রাজশাহীতে ১২ থেকে ১৬ নটিক্যাল মাইল বেগে দমকা হাওয়া বইছে।
এদিকে বুধবার বিকাল চারটা থেকে আম্ফান সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম শুরু করে। বাংলাদেশের উপকূলে এসে গতিবেগ কিছুটা কমে। সন্ধ্যায় ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আম্ফানের প্রথম ধাক্কা এসেছে বিকাল ৪টায়।
ঘুর্ণিঝড় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট উইনডি ডটকম দেখাচ্ছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আম্ফানের দুর্বল হয়ে পড়া মূল কেন্দ্র ভারতীয় সীমান্ত দিয়ে রাজশাহী প্রবেশ করবে। রাজশাহী অতিক্রম করে সেটি চাঁপাইনবাগঞ্জ হয়ে ভারতের মালদার দিকে চলে যাবে। তখন এর তেমন শক্তি থাকবে না।
রাজশাহী বার্তা/admin