কর্মহীন ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো বাংলাদেশ পুলিশ
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় হয়ে পড়া পরিবার সমূহের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। এ সময় ৩৫০ টি কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি পোলাও চাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, ১ কেজি সেমাই ও ১ টি সাবান তুলে দেন পুলিশ সুপার এ.এস.এম আবদুর রকিব।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেন এবং ওসি (অপারেশন) মিন্টু আলীসহ জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার আব্দুর রকিব জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সকল পুলিশ সদস্যদের বোনাসের একটি অংশ থেকে ঈদের প্রাক্কালে কর্মহীন ও অসহায়দের মাঝে এইসব খাদ্য সামগ্রী সহায়তা প্রদাণ করা হলো।
রাজশাহী বার্তা/admin