রাজশাহী ল্যাবে আরও ৭ জনের করোনা শনাক্ত
রাজশাহীর দুইটি করোনা ল্যাবে নমুনা পরীক্ষার পর আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুইজন ও পাবনার দুইজন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ৮৮ জনের। ছয়টি নমুনা বাতিল হয়েছে। ৮৮ নমুনার মধ্যে দুইটি পজেটিভ ও ৮৬ জনের নমুনা নেগেটিভ এসেছে। নতুন আক্রান্ত দুইজনের বাড়ি পাবনা জেলায় বলে জানান তিনি।
রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১৭৩ জনের নমুনায়। যার মধ্যে পাঁচজনের নমুনায় করোনা পজেটিভ। নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। আর দুইজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
রাজশাহী বার্তা/admin