রাজশাহী থেকে ট্রেনে প্রথম গেলো ঢাকায় আম
রাজশাহী থেকে এবছর প্রথম আম ঢাকা গেলো। সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে এক ব্যবসায়ী ২০ মন আম ঢাকায় পাঠান বনলতা এক্সপ্রেস ট্রেনে। যদিও বনলতা এক্সপ্রেস যাত্রীবাহী। বিশেষ ব্যবস্থাপনায় আমগুলো নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার আবদুল করিম।
রাজশাহীর দুর্গাপুরের আলতাফ হোসেন নামের এক আম ব্যবসায়ী জানান, ২০ মন আম তিনি ঢাকায় পাঠিয়েছেন। সকাল সাতটায় তিনি বনলতা এক্সপ্রেস নামের ওই ট্রেনটিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তুলে দেন।
তিনি আরও জানান, ঢাকায় ট্রেন যাবে। এমন খবরে ব্যবসায়ী আম নিয়ে আসেন। তবে নির্দেশনা না থাকলেও তার আমগুলো বিশেষ ব্যবস্থাপনায় ট্রেনে তুলতে অনুমতি দেয়া হয়।
রাজশাহী বার্তা/admin