নওগাঁয় দুই চিকিৎসকসহ নতুন ১৪ জন আক্রান্ত

সময়: 10:03 pm - June 4, 2020 | | পঠিত হয়েছে: 480 বার

নওগাঁয় ২ চিকিৎসকসহ নতুন করে ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় দুই চিকিৎসকসহ ৮ জন, মান্দা উপজেলায় ২ জন এবং বদলগাছি উপজেলায় ১জন, ধামইরহাট উপজেলায় ১ জন, পত্নীতলা উপজেলায় ১ জন ও মহাদেবপুর উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১৫৬ জনকে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৪০ জন, রাণীনগর উপজেলায় ১২ জন, মান্দা উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, ধামইরহাট উপজেলায় ৩ জন, নিয়ামতপুর উপজেলায় ৩০ জন, সাপাহার উপজেলায় ৪৪ জন এবং পোরশা উপজেলায় ৮ জন।

এই ২৪ ঘণ্টায় ১৪ দিনের কোয়ারেনটাইন শেষ হওয়ায় এবং ভাইরাসের কোন লক্ষণ না থাকায় মোট ৪৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ১শ ১৫ জনকে। সর্বমোট হোমে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৮ হাজার ১শ ১ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৯শ ৮৬ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৮৯ জন। বর্তমানে হাস-পাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। বাকী আক্রান্ত রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর