রাজশাহী মহানগর মেস মালিক সমিতি’র সাধারণ সভা অনুষ্ঠিত
রাজশাহী মহানগর মেস মালিক সমিতির ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় পদ্মা গার্ডেন ফুড কোর্ট এন্ড কনভেনশন হলে আয়োজিত সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিক্ষানগরী রাজশাহীতে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন মেসে থাকেন। করোনা পরিস্থিতিতে দরিদ্র ও গরীব পরিবারের সন্তানদের মেস ভাড়ার ব্যাপারে প্রত্যেক মেস মালিককে মানবিক দিক বিবেচনা করতে হবে। দরিদ্র ও গরীব পরিবারের শিক্ষার্থীদের মেস ভাড়া সর্বোচ্চ ছাড় দেওয়ায় দায়িত্ব মেস মালিকদেরই।
সভায় সভাপতিত্ব করেন মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়তুর রহমান। আরো বক্তব্য দেন মহানগর মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর শরিফ রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সান আহমেদ প্রমুখ। অন্যদের উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, বজলুর রহমানসহ বিভিন্ন মেসের মালিকগণ।
রাজশাহী বার্তা/admin