রাজশাহীর পুঠিয়ায় চোরচক্রের চারজন গ্রেফতার
আজ রোববার ০৭ জুন বিকেল সাড়ে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশের একটি টিম চোরচক্রের চারজন সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে একটি মালবাহী ট্রলি গাড়ি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, পুঠিয়া থানার পশ্চিমভাগ গ্রামের ইকরামুল শেখ এর ছেলে মো: ইসরাইল হক (৪৫), মৃত রুস্তম আলীর ছেলে লুতফর রহমান (৬০), বদোপাড়ার জসীম উদ্দীনের ছেলে জাহিদ হাসান (২১) এবং দুর্গাপুর থানার কিসমত বগুড়া গ্রামের চয়ন উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২১) কে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, শাহাদত হোসেন নামক এক ব্যক্তির বসতবাড়ি থেকে গত ০৬ তারিখ রাতে একসময় তালাবদ্ধ অবস্থায় থাকা শাহাদতের নিজস্ব মালিকানাধীন চারচাকা বিশিষ্ট মালবাহী ট্রলি গাড়ি চুরি হয়ে যায়।
চুরি হয়ে যাওয়া গাড়িটির মুল্য দুই লক্ষ (অনুমান) টাকা। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় পুঠিয়া থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর গুরদাসপুর থানা পুলিশের সহযোগিতায় ০৭জুন বিকেল সাড়ে ৫ টার দিকে নাটোরের গুরুদাসপুর থানার ওয়াপদাবাজার এলাকা হতে উক্ত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় করা হয়। চুরি হয়ে যাওয়া মালবাহী ট্রলি গাড়িটি উদ্ধার করে। এ বিষয়ে শাহাদত হোসেন বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাজশাহী বার্তা/admin