রাজশাহীতে করোনায় মৃত ব্যক্তির জানাযায় অংশ নিলেন এমপি

সময়: 5:28 pm - June 9, 2020 | | পঠিত হয়েছে: 716 বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রাজশাহীর মোহনপুর উপজেলার মাদ্রাসাশিক্ষক লুৎফর রহমানের (৫২) জানাজা নামাজে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। মঙ্গলবার (০৯ জুন) মোহনপুরের বাকশিমইল গ্রামে স্বাস্থবিধি মেনে পারিবারিক কবরস্থানে লাশটি দাফন করা হয়।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের বাড়ি মোহনপুরের মহিষকুণ্ডি গ্রামে। এ গ্রামেরই একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন লুৎফর রহমান। নিজ গ্রামের মাদ্রাসা শিক্ষকের মৃত্যুতে দূরে থাকতে পারেননি এমপি আয়েন। ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরে ছুটে যান জানাজায়।

এমপি আয়েন উদ্দিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুয়ায়ী করোনায় আক্রান্ত মৃত্যুর শরীরে তিন ঘণ্টার বেশী সময় করোনা অন্যদের সংক্রমিত করতে পারে না। এতদিন করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে মৃত ব্যক্তির জানাজা ও দাফন প্রক্রিয়া তেমনভাবে হচ্ছিল না। এটি অমানবিক। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জানাযা কিংবা দাফনে অংশ না নেয়া তিনি মানতে পারছিলেন না। এরইমধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থার বার্তায় তিনিও সাহসি হয়ে মৃত ব্যক্তির জানাযায় অংশ নেন।

তিনি বলেন, শুধু জানাযা নামাজ নয়, যথাযথ স্বাস্থবিধি মেনে তিনি মৃতের দাফনকার্যেও অংশ নেন। তিনি দাবি করেন দেশে করোনা সনাক্তের পর এই প্রথম তিনি নিজে এমপি হয়ে দাফন ও জানাযার নামাজে অংশ নিলেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে অন্যদেরও দাফন ও জানাযায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর