রাজশাহীর সাহেব বাজার ও আরডিএ মার্কেটে নেই করোনা-ভীতি
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাসহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত তিন মাসেরও বেশি সময় ধরে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন। এছাড়াও সারা দেশে সংক্রমণ ও মৃত্যু দুটোই প্রতিনিয়ত বাড়ছে। তারপরও রাজশাহী সাহেব বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কেনাবেচা চলছে সেখানে।
ভোর থেকে এ বাজারে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শাকসবজি, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী কিনতে ছুটে আসেন। পণ্যসামগ্রী কেনাবেচার সময় ক্রেতা-বিক্রেতা খুব কাছাকাছি (ক্লোজ কন্টাক্ট) থাকায় এবং মুখে মাস্ক ব্যবহার না করার কারণে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকি তৈরি হচ্ছে। বলতে গেলে করোনা স্বাস্থ্যবিধির বারোটা বাজছে সাহেব বাজারে।
বুধবার (১০ জুন) সকালে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, সাহেব বাজার, আরডিএ মার্কেটসহ প্রায় নগরীর অধিকাংশ মার্কেটে স্বাভাবিক সময়ের মতোই পরিবেশ বিরাজ করছে। অসংখ্য মানুষের সমাগমে কোনো ধরনের করোনা-ভীতি ছাড়াই বেচাকেনা চলছে। এদিকে, ভিড়ের কারণে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে দেখা দিচ্ছে রীতিমতো যানজট। যানজট নিয়ন্ত্রণে মাঠে নামতে হয়েছে ট্রাফিক পুলিশকে। ফলে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
অন্যদিকে, মানুষের এই ভিড়কে কেন্দ্র করে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। করোনা সচেতনতায় স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হলেও সেই নির্দেশনা মানছে না ক্রেতারা। ঈদের কেনাকাটা করতে শিশুদের নিয়ে অভিভাবকরা ভিড় করছেন রাজশাহীর সাহেববাজার আরডিএ মার্কেট, কাপড়পট্টি ও নিউ মার্কেটের দোকানগুলোতে। আরডিএ মার্কেট ও কাপড়পট্টির সরু গলিতে হাজারও মানুষের ভিড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
সারা দেশে করোনা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠলেও রাজশাহী শহর এত দিন পর্যন্ত করোনামুক্তই ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
সূত্র : বাংলার জনপদ
রাজশাহী বার্তা/admin