চাঁপাইনবাবগঞ্জে নতুন ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত

সময়: 8:42 pm - June 10, 2020 | | পঠিত হয়েছে: 2869 বার

এস এম সাখাওয়াত জামিল দোলন : চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ২০ জনের নমুনায় প্রাণঘাতি করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আর এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৮ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন।

একটি মেইল বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জানিয়েছেন, ঢাকায় পাঠানো নমুনা সমূহের মধ্যে ২০৩ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। আর এই ২০৩ টি নমুনার মধ্যে ২০ টি নমুনায় করোনা পজিটিভ এসেছে। তবে আক্রান্ত্ররা সকলেই উপসর্গহীন ছিলেন। এদিকে ২০ জন আক্রান্তের মধ্যে ৬ জনের বাড়ি ভোলাহাট উপজেলায় আর বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। রাতের মধ্যেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সির্ভিল সার্জন জানিয়েছেন।

এদিকে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর