বগুড়ায় আরও ৯৮ জন করোনা পজিটিভ

সময়: 12:12 pm - June 12, 2020 | | পঠিত হয়েছে: 243 বার

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত পর্যন্ত) আরও ৯৮ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন এলাকায় মোট এক হাজার ১৩৫ জন করোনা পজিটিভ হলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন যুগান্তরকে এ তথ্য দিয়েছেন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বগুড়ার ৬৫ জন পজিটিভ হন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ৭০ জনের মধ্যে পজিটিভ হয়েছেন ৩৩ জন। দুটি ল্যাবে মোট ৯৮ জনের মধ্যে পুরুষ ৫৮ জন, নারী ৩০ জন ও শিশু ১০ জন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৬ জন, সারিয়াকান্দিতে ২২ জন, আদমদীঘিতে পাঁচজন, কাহালুতে চারজন, শিবগঞ্জে চারজন, শাজাহানপুর, গাবতলী ও ধুনটে দুজন করে এবং শেরপুরে একজন। এর মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ রয়েছে।

সূত্রটি আরও জানায়, বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলায় মোট এক হাজার ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮৫ জন। করোনাভাইরাসে মারা গেছেন ৯ জন। এছাড়া ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে আরও ছয়জন মারা যান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর