পাবনার পুলিশ সুপার করোনায় আক্রান্ত

সময়: 10:43 pm - June 12, 2020 | | পঠিত হয়েছে: 223 বার

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএমের করোনা শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার জন্য সম্প্রতি তিনি ঢাকায় নমুনা দেন। বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ২ এসআইসহ আরও ১১ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

যারা মারা গেছেন তারা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার আজাহার উদ্দিন (৪৫), পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে জেমস সুব্রত গোস্বামী (৫০) এবং পাবনার আরিফপুরের আছিরউদ্দিন সরদার স্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন মাস্টার (৬৫)।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মৃতরা নিজ নিজ বাড়িতে করোনা উপসর্গ জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, পুলিশ সুপার নিজের বাংলোতে আইসোলশনে রয়েছেন এবং তিনি সুস্থ আছেন। এ দিকে গত ৩৬ ঘণ্টায় পাবনায় পুলিশ সুপারসহ ৪৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় গত ১৬ এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত চিকিৎসক, পুলিশ, ব্যাংকার, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ৮ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর