ঘরে বসে মিম

সময়: 12:15 am - June 23, 2020 | | পঠিত হয়েছে: 336 বার

করোনাভাইরাসের কারণে থেমে যাওয়া বিনোদন জগতের কাজ সীমিত আকারে শুরু হয়েছে; কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ হচ্ছে না অনেকটাই। তারপরও নাটকের শুটিং কিছুটা চললেও সিনেমার শুটিং সেই অর্থে নেই বললেই চলে।

এ অবস্থায় নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছেন মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আগামী দুই মাস কোনো শুটিং করবেন না তিনি। মিম বলেন, ‘পরিস্থিতি প্রতিদিনই জটিল আকার ধারণ করছে। আমরা ভেবেছিলাম হয়তো ভাইরাস নিয়ন্ত্রণে আসবে; কিন্তু দিন দিন এটি বেড়েই চলছে।

আমার এবং বাসার সবার নিরাপত্তার কথা ভেবেই আমি শুটিংয়ে যাচ্ছি না। কাজের চেয়ে জীবন বেশি গুরুত্বপূর্ণ। বেঁচে থাকলে অনেক কাজ করা যাবে। আগামী দুই মাস কোনো শুটিং করব না। তাতে যত ক্ষতিই হোক না কেন সিদ্ধান্ত পরিবর্তন করব না। এর মধ্যে বিজ্ঞাপনের কাজসহ আরও কিছু কাজের প্রস্তাব পেয়েছি।

এগুলো বাতিল করেছি। সবার কাছে শুভ কামনা চাই যেন সুস্থভাবে পরিবারের সবাইকে নিয়ে এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারি।’ লকডাউনের আগে রায়হান রাফির পরিচালনায় ‘পরান’ ও ‘ ইত্তেফাক’ ছবিতে অভিনয় করছিলেন মিম। প্রথমটির শুটিং শেষ হলেও পরেরটির শুটিং অসমাপ্ত রয়েছে। এদিকে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন এ অভিনেত্রী। এ চ্যানেলের জন্য টকশোসহ কিছু অনলাইন কনটেন্ট নিয়ে কাজ করছেন তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর