রাজশাহীতে করোনা উপসর্গে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সময়: 11:46 am - June 27, 2020 | | পঠিত হয়েছে: 112 বার

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রাজ্জাক (৬৯)। তিনি রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত আবু বকর সিদ্দিক।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। আবদুর রাজ্জাক জনতা ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক জানান, করোনার উপসর্গ নিয়ে রাজ্জাক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের ব্যবস্থা করেছে।

এর আগে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে।

রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক

এই বিভাগের আরও খবর