বগুড়ায় ডিজিটাল আইন বাতিলের দাবিতে মানববন্ধন

সময়: 5:41 pm - June 27, 2020 | | পঠিত হয়েছে: 118 বার

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এবং  মুক্তির দাবিতে বগুড়ার ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পী গোষ্ঠি বগুড়া জেলা সংসদের উদ্যোগে মানববন্ধন ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বগুড়া শহরের সাতমাথায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক ও জাতীয় পরিষদ সদস্য সাদ্দাম হোসেন। সমাবেশ পরিচালনা করেন যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু। সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক এস এম শাহিদুর রহমান বিপ্লব, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, উদীচী নেতা শরিফুল ইসলাম সোহাগ,আলি মাহমুদ কচি,আজিজুল হক কলেজ ছাত্র ইউনিয়ন সভাপতি আরমানুর রশিদ আকাশ,ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সদস্য নাইম ইসলাম, যুব ইউনিয়ন বগুড়া সদর উপজেলার সভাপতি আবু বাসার চঞ্চল এবং সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।

সমাবশে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা চলছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরর শিক্ষিকা সিরাজুম মনিরাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক কাজলসহ কিছু সাংবাদিককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।  এ সময় তারা অবিলম্বে এ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর