প্রতিদিন মেকআপ করলে ত্বকের কী হবে!

সময়: 5:36 pm - June 29, 2020 | | পঠিত হয়েছে: 125 বার

জীবনধারণের জন্য আমরা নানা পেশায় কাজ করি। এরমধ্যে কিছু কাজ আছে যেগুলো মানুষের কাজে স্বপ্ন রাজ্যের মতো। আর সে কাজের সুযোগ পাওয়ার জন্য এবং পাওয়ার পর সবাই তাদের দিকে আগ্রহ নিয়েই দেখে।

দেখতেই হবে, তাদের কাজই যে এমন, কী এমন কাজ? যেমন যারা মিডিয়াতে কাজ করেন, বিশেষ করে উপস্থাপক বা অভিনয় শিল্পী অথবা বিমানবালা। এদের কাজের প্রয়োজনে প্রতিদিনই কম-বেশি মেকআপ করতে হয়। এদের জন্য দেখতে সুন্দর লাগা যেমন জরুরি, তেমনই সুন্দর থাকাটাও একই রকমভাবে প্রয়োজন।

তবে প্রতিদিন মেকআপ করলে ত্বকের নানারকম সমস্যা দেখা দিতে পারে। যার মধ্যে রয়েছে, ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসরণ, ব্রণ, দাগ, অ্যালার্জি। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে বাড়ি বসেই ট্রাই করতে পারেন এই ফেসপ্যাকটি। এজন্য সপ্তাহে অন্তত একদিন করে যত্ন করলেই ত্বক থাকবে সুস্থ ও সুন্দর।

যা লাগবে

• বেসন ২ টেবিল চামচ
• লেবুর রস ৫ ফোঁটা
• দুধ ২-৩ টেবিল চামচ
• প্রয়োজনমতো পানি।

যেভাবে করবেন

• ওপরের উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিন
• মিশ্রণটি এবার মুখে ও গলায় লাগিয়ে নিন
• এইভাবে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।
• সপ্তাহে মাত্র একবার করে অবশ্যই এটি ব্যবহার করুন।

জানেন তো, ত্বক যত ভালো মেকআপ ততটাই ভালো মেশে। এই ফেসপ্যাক আপনার ত্বককে গভীরে গিয়ে পরিষ্কার করে। ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করে ত্বক রাখে উজ্জ্বল ও কোমল। আর ত্বককে তৈরি রাখে পরবর্তী মেকআপ করার জন্যও।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর