রাজশাহীতে নিয়মিত আদালত চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন
সময়: 1:47 am - July 1, 2020 | | পঠিত হয়েছে: 144 বার
নিয়মিত আদালত চালুর দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী আইনজীবী সমিতির উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, ভার্চুয়াল কোর্ট দিয়ে মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। এই কোর্টের মাধ্যমে শুধু হাজতে যারা আছেন তাদের জামিন করানো যায়। নতুন করে কোনো প্রকার মামলা না হওয়ায় দেশে অপরাধের সংখ্যা বাড়ছে। একমাত্র সঠিক বিচার পাওয়ার স্থান আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
তারা বলেন, আইনজীবীরা সরকারি বেতন পান না। আদালতই তাদের একমাত্র আয়ের পথ। কিন্তু মার্চ মাসের ২৬ তারিখ থেকে কোর্ট বন্ধ থাকায় আমরা পরিবারের সদস্যদের নিয়ে কষ্টের মধ্যে আছি। এ কারণে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে কোর্ট চালুর দাবি জানাচ্ছি।
রাজশাহী বার্তা/admin