বিশ্ব রেকর্ড গড়তে হাজার হাজার মৌমাছির সঙ্গে ৪ ঘণ্টা!
মধুর স্বাদ ও গুণ মধুর মতোই মিষ্টি। কিন্তু মৌমাছি অনেকের কাছে আতঙ্কের কারণ। সম্প্রতি গিনেস বুকে নাম তুলতে টানা চার ঘণ্টার বেশি মাথায় ও মুখে মৌমাছি নিয়ে বসে থাকলেন নেচার এমএস নামের এক তরুণ।
ডেইলি মেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমএস বলেছেন, ‘মৌমাছি (Bee) আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও ওদের বন্ধু বানাক। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশর রপ্ত করেছি। সাত বছর বয়স থেকে ওদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই।’
এমএস বলেন, ‘সমাজের বাস্তুতন্ত্র ঠিক রাখতে মৌমাছির ভূমিকা অসামান্য। এরা সমাজবদ্ধ জীবও বটে। তাই এদের সঙ্গে বন্ধুত্ব রেখে চললে আখেড়ে লাভ মানুষের।’
দু’বছর আগেও একইভাবে মৌমাছি সংরক্ষণ ও মধু চাষে সচেতনতা বাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এমএস।
এমএসের বাবা সূর্যকুমার একজন পুরস্কারপ্রাপক মধু চাষী।
এভাবে নিজেরা চেষ্টা করতে যাবেন না, সঠিক নিয়ম না জানলে ঘটতে পারে বড় দুর্ঘটনা।